রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইবিতে ভিসির দাবিতে আন্দোলন অব্যাহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

ইবিতে ভিসির দাবিতে আন্দোলন অব্যাহত

উপাচার্য নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো রোববারও আন্দোলনে নেমেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে শুক্রবার বিকেলে এবং শনিবার সকালেও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে ক্যাম্পাসের বটতলার প্রাঙ্গণে সমবেত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: জুলাই বিপ্লবে কোনো পরাশক্তির ইন্ধন ছিল না: প্রোভিসি

সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবন, প্রতিটি আবাসিক হল, বিভিন্ন ফ্যাকাল্টি ও ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘সংস্কারমনা ভিসি চাই’; ‘বিশ্বমানের ভিসি চাই, শিক্ষার্থীবান্ধব ভিসি চাই’; ‘সৎ ও সাহসী ভিসি চাই’; ‘ক্লাস চাই এবং পরীক্ষা চাই, অবিলম্বে ভিসি চাই’; ‘ক্লিন ইমেজের ভিসি চাই’ লেখা সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এসএম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর, নাহিদ হাসান, তানভীর মণ্ডল, সায়েম আহমেদসহ কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবি অধ্যাপক শওকত আলী


বিজ্ঞাপন


সমাবেশ শিক্ষার্থীরা বলেন, এক যুগ আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো ভিসি পেয়ে গেছে। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, তাতে এখনও কেন ভিসি নিয়োগ হচ্ছে না। যদি অতি দ্রুত ভিসি নিয়োগ না দেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর হতে বাধ্য হবো। আমরা আমাদের ক্লাসে ফিরতে চাই, মাঠে নয়।

অনতিবিলম্বে ইবিতে ভিসি নিয়োগের ব্যবস্থা করতে হবে। সৎ, দক্ষ, শিক্ষার্থীবান্ধব ও একাডেমিশিয়ান ভিসি চাই। কোনো দুর্নীতিবাজ যেন ইবির ভিসি না হয়।

তারা আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য থেকে ছিটকে পড়েছে। সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবে এমন ভিসি নিয়োগের দাবি জানাচ্ছি। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর