বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের উত্তর খোশালপুর গ্রামে ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত হাবিবুল্লাহ (৩৫) একই ইউনিয়নের কাকিলাকুড়া চিথলিয়া গ্রামের শরাফত আলীর ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ দীর্ঘদিন থেকে স্ত্রী ও সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন।

আরও পড়ুন

বরিশালে ড্রেনে ভাসছিল যুবকের মরদেহ

মঙ্গলবার রাতে সে পরিবারের লোকজনের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। বুধবার ভোরে হাবিবুল্লাহর স্ত্রীর বড় ভাই বিল্লাল হোসেন ফজরের নামাজের জন্য অজু করতে টিউবওয়েল পাড়ে গেলে তাকে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার ডাক-চিৎকারে বাড়ির ও আাশপাশের লোকজন আসে। পরে তারা হাবিবুল্লাহর বাবা ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর