মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশালে ড্রেনে ভাসছিল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

বরিশালে ড্রেনে ভাসছিল যুবকের মরদেহ

বরিশাল নগরীর ড্রেন থেকে মোমিন মিয়া (৩২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরীর বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মানসিকভাবে বিপর্যস্ত মোমিনের পকেটে পলিথিনের মধ্যে ড্যান্ডি গাম পাওয়া গেছে। যা দিয়ে ওই যুবক নেশা করতো বলে জানা গেছে।

thumbnail_FB_IMG_1727239883377

মৃত মোহাম্মদ মোমিন মিয়া (৩২) নগরীর রুইয়ার পোল এলাকার বাসিন্দা আবুল খায়ের ধলু মিয়ার ছেলে।

কোতয়ালী থানার এসআই এইচএম সজল মিয়া জানান, গত রাতে বাসা থেকে বের হয় মোমিন। সকালে নগরীর বটতলা বাজার সংলগ্ন আব্দুর হামিদ মিয়া সড়কের ড্রেনের মধ্যে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ইছামতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মোমিনের ভাই শহিদুল ইসলাম মুন্না বলেন, লাশের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়েও মারা যেতে পারে। ময়না তদন্ত করা হয়েছে। প্রতিবেদনে যদি হত্যার বিষয় আসে, তাহলে মামলা করব।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশের পকেটের মধ্যে একটি পলিথিনে চামরার জুতায় ব্যবহৃত ড্যান্ডি গাম পাওয়া গেছে। দুই বছর আগে তার সন্তান মারা যায়। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নেশায় জড়িয়ে যান। লাশের ময়না তদন্তের প্রতিবেদন পেলে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর