মানিকগঞ্জে ইছামতি নদী থেকে অজ্ঞাত নামের ৪০ বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘিওর উপজেলার হেলাচিয়া গ্রাম থেকে এই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এই বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আশীষ সান্যাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হেলাচিয়া গ্রামের মধ্যপাড়া ইছামতি নদীতে স্থানীয়রা এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহটি উদ্ধার করে কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
ঘিওর থানার ওসি আশীষ সান্যাল জানান, অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশটি নদীর স্রোতে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস