মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে দু’জনেই নিখোঁজ হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কালীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
এখন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে।
নিখোঁজ ব্যক্তিরা হচ্ছেন - চর জামালপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মহিদুল ইসলাম (৫০) এবং তার মেয়ে রাফা আক্তার (১১)।
আরও পড়ুন: বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
বিজ্ঞাপন
এ বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার রতন আলী।
তিনি জানান, আজ সকালে মইদুল ইসলাম তার মেয়েকে সাঁতার শেখানোর জন্য পাঁচ লিটারের দু’টি বোতল বেঁধে নদীতে ছেড়ে দেয়। এ সময় বোতলের মুখ খুলে পানি ঢুকলে মেয়ে রাফা আক্তার তলিয়ে যেতে থাকে। এ বিষয়টি তার বাবা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারে গিয়ে নিজেও তলিয়ে যায়।
প্রতিনিধি/ এমইউ

