মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কালীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকা থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে যশোর-ঝিনাইদহ মহসড়কের পিরোজপুর এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে বারবাজার হাইওয়ে পুলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

এখনও নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর বারবাজার হাইওয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। নিহত ওই ব্যক্তিকে চিনতে পারেননি স্থানীয়রা। তবে সে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২


বিজ্ঞাপন


বারবাজার হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান জানান, নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতের যেকোনো সময় গাড়িতে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যান। তার মাথায় ও বুকে আঘাতের চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর