বরগুনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ইজ্জত আলী ও শংকর শিকদার নামে দুই মাদক কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় জেলার আমতলী উপজেলার 'সময় ক্লিনিকে'র সামনে থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তাদেরকে বরগুনা ডিবি কার্যালয়ে জিজ্ঞেসবাদের জন্য নেওয়া হয়েছে ।
বিজ্ঞাপন
আটককৃত ইজ্জত আলীর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মনপুর গ্রামে। সে একই গ্রামের মৃত আ. হকের ছেলে। অপর আসামি শংকর শিকদারের বাড়ি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউঠা গ্রামে। তার বাবার নাম মৃত উপেন মিস্ত্রি।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাত নয়টার সময় আমতলী-কুয়াকাটা সড়কের পাশে সময় ক্লিনিকের নিকটস্থ একটি চায়ের দোকানে সুনামগঞ্জ থেকে আসা মাদক বিক্রেতা ইজ্জত আলী ও তার এক সহযোগীসহ গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান নেয়। বরগুনা গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ইজ্জত আলী ও তার সহযোগী শংকরকে হাতেনাতে দুই কেজি গাঁজাসহ আটক করে।
এ ব্যাপারে বরগুনা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. বশির আলম বলেন, আমিসহ ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুইজনকে আটক করি। সুনামগঞ্জ থেকে ইজ্জত আলী নামক এক ব্যবসায়ী বরগুনার আমতলীতে মাদক বিক্রির উদ্দেশ্য আসবে এমন তথ্যের ভিত্তিতে আমিসহ টিমের সদস্যরা আমতলীর ৭নং ওয়ার্ডসহ বাসস্ট্যান্ড ও তার আশপাশ এলাকায় নজরদারি বৃদ্ধি করি এবং গাঁজাসহ আসামিদের আটক করতে সক্ষম হই। উদ্ধারকৃত গাঁজার মূল্য এক লক্ষ আশি হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমএইচএম