বরগুনা সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শাহ আলম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুরি ইউনিয়নের বারো ঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শাহ আলম একই ইউনিয়নের বুরজিরহাট গ্রামের মৃত হাশেম আলীর ছেলে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত না করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস

