টানা শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ থাকা অর্ধশত কারখানার মধ্যে ৩০টি কারখানায় উৎপাদন শুরু হয়েছে। স্থানীয় নেতা ও কারখানা মালিকদের সঙ্গে বৈঠকে সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় বিজিএমইএ। তবে বেশিরভাগ শ্রমিক কাজে ফিরলেও এখনো বন্ধ আছে ২০টির মতো কারখানা।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ১৮টি বন্ধ এবং দুটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এর বাইরে শিল্পাঞ্চলের সব কারখানায় স্বাভাবিক উৎপাদন চলছে। পাশাপাশি শিল্পাঞ্চলের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চলছে যৌথ বাহিনীর টহল।
উল্লেখ্য, এর আগে পোশাক কারখানায় কোনো অস্থিরতা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, রোববার থেকে সব কারখানা খোলা থাকবে। এছাড়া বিজিএমইএ-এর পক্ষ থেকে বলা হয়, কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে অনির্দিষ্টকালের জন্য তা বন্ধ করে দেওয়া হবে।
প্রতিনিধি/টিবি