শিল্পাঞ্চল আশুলিয়ায় টানা শ্রমিক অসন্তোষের পর আজ অনেকটাই শান্ত পরিবেশ বিরাজ করছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ ২১৯ পোশাক কারখানার মধ্যে বেশিরভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। কোথাও কোনো সহিংসতা বা বিক্ষোভের সংবাদ পাওয়া যায়নি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।
শিল্প পুলিশ ও বিজিএমইএ সূত্রে জানা যায়, শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা ৮৬ কারখানার মধ্যে আজ ৫০টি কারখানা খুলে দেওয়া হয়েছে। আর সাধারণ ছুটি দেওয়া ১৩৩ কারখানার মধ্যে ফের উৎপাদন শুরু করেছে শতাধিক কারখানা। এখনও সাধারণ ছুটি চলছে ১৩টিতে। এসব কারখানাগুলোতেও দ্রুত উৎপাদন শুরু হবে। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অব্যাহত আছে যৌথবাহিনীর টহল।
বিজ্ঞাপন
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানাতেই উৎপাদন শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো সড়ক অবরোধ কিংবা কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেনি। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/টিবি