বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানিকগঞ্জে নার্সদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানিকগঞ্জে নার্সদের মানববন্ধন

নার্সদের নিয়ে জঘন্য কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিলেটে সাংবাদিক তুরাবের হত্যাকারীদের বিচারের প্রতিশ্রুতি 

তখন জেলার নার্সরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে এসে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন - মানিকগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা. বদরুল আরম চৌধুরী, জেলা নার্সিং বিভাগের প্রধান সমন্বয়ক শাহিনুর রহমান শাহিন, সমন্বয়ক আনিছুর রহমান ভূইয়া, পলি রানী দাস ও আরিফ হোসেন প্রমুখ।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন


বিজ্ঞাপন


এ সময় বক্তারা বলেন, দেশে এখন কোনো বৈষম্য চলবে না। কর্মক্ষেত্রে সব ধরনের বৈষম্য দূর করতে হবে। এছাড়া তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি করেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর