বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

শান্ত শিল্পাঞ্চল আশুলিয়া, কাজে ফিরেছেন শ্রমিকরা

উপজেলা প্রতিনিধি, সাভার
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

শান্ত শিল্পাঞ্চল আশুলিয়া, কাজে ফিরেছে শ্রমিকরা

ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ এখনও দূর হয়নি। গতকাল সোমবারও (৯ সেপ্টেম্বর) এখানে প্রায় ৯০টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

তবে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। কোথাও কোনো সহিংসতা বা বিক্ষোভের সংবাদ পাওয়া যায়নি। গতকালের চেয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে এখনো কয়েকটি কারখানা মালিক-শ্রমিক অভ্যন্তরীণ দাবি-দাওয়ার সমাধান না হওয়ায় সেগুলো বন্ধ রয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মার্কেট, জামগড়া, বাইপাইলসহ বিভিন্ন এলাকার কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত বেশ কয়েকটি কারখানায় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে এ কারখানাগুলোতে উৎপাদন শুরু হবে বলে জানা গেছে। বিজিএমইএ-এর সিদ্ধান্ত অনুযায়ী, হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়িয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানা আজ খোলার কথা রয়েছে।

এদিকে, শিল্প পুলিশ জানায়, প্রায় সব কারখানা খুলে দেওয়া হলেও ৪৫টি কারখানায় শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে এখনো আলোচনা করছেন। আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছলে ওইসব কারখানাতেই উৎপাদন শুরু হবে।

 


বিজ্ঞাপন


এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা মেইলকে বলেন, আজ কোথাও কোনো সহিংসতা ও বিক্ষোভের ঘটনা ঘটেনি। কয়েকটি কারখানায় দাবি-দাওয়া নিয়ে অন্তর্কোন্দল বা ম্যানেজমেন্টের সঙ্গে মতৈক্য না হওয়ায় কার্যক্রম শুরু হয়নি। তবে বেশিরভাগ পোশাক কারখানাতেই আজ উৎপাদন চলছে। এছাড়া আমাদের পক্ষ থেকে কাওকে কোনো বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হচ্ছে না। যে কোনো প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী, ‌র‍্যাব, বিজিবি, জেলা পুলিশসহ শিল্প পুলিশের একাধিক টিম মাঠে নিয়োজিত রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর