বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে বিল্লাল গাজী (৮৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।  

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মীরের গ্রাম স্বপ্নছোঁয়া কিন্ডারগার্টেন স্কুলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২  

বিল্লাল গাজীর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তিনি খুলনার পাইকগাছা উপজেলার লক্ষ্মীখুলা গ্রামের শহর আলী গাজীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোয়ালপোতা গ্রামের লতিফ মণ্ডলের বাড়িতে গিয়ে উঠেন বিল্লাল গাজী। তিনি বাড়ির উঠানে রাখা একটি অটোভ্যানের ওপর বসেছিলেন। কিন্তু লতিফের বাড়ির লোকজন মনে করে, তিনি ভ্যানটি চুরি করতে এসেছেন। এ সময় লতিফের পরিবার তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঠিকমতো কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি।

আরও পড়ুন: বগুড়ায় চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন 


বিজ্ঞাপন


একপর্যায় ঘটনাটি আশপাশে ছড়িয়ে পড়লে ওই বাড়িতে লোকজন জড়ো হন। পরে গ্রামবাসী মিলে বিল্লাল গাজীকে কিল-ঘুষি মেরে এবং লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে তার মরদেহ পাশের শংকরপাশা এলাকার সড়কের পাশে বাগানের ভেতর ফেলে দেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে ওই বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর