বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

‘শেখ হাসিনা নেতাকর্মীদের এতিম করে পালিয়ে গেছেন’

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

‘শেখ হাসিনা নেতাকর্মীদের এতিম করে পালিয়ে গেছেন’

এদেশের মানুষকে আওয়ামী লীগ সেবা দাসে পরিণত করেছিল। আজ বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে খুঁজে পাওয়া যায় না। শেখ হাসিনা তাদেরকে এতিম করে দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল।

তিনি বলেছেন, ছাত্র জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে একটি শ্রেণি লুটপাট, চাঁদাবাজি এবং ভাঙচুরে মত্ত হয়ে গিয়েছে। হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ২য় স্বাধীনতা। সেই স্বাধীনতার অর্জনকে ব্যর্থ করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ভারতে বসে শেখ হাসিনা গভীর ষড়যন্ত্র করছে: সেলিমা রহমান

রোববার (৮ সেপ্টেম্বর) ফেনী শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র জনতা তাদের অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে বিজয় নিয়ে ঘরে ফিরেছে। ছাত্র জনতার আন্দোলনে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে আমাদেরকে জাগ্রত থাকতে হবে। আমরা ছাত্র জনতার এ অর্জনকে নস্যাৎ করতে দেব না। এছাড়াও ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে। তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান তিনি।

458486103_1432119177472101_8887849871571440469_n


বিজ্ঞাপন


ফেনী শহর জামায়াতের সভাপতি মো. ইলিয়াসর সভাপতিত্বে পথসভায় প্রধান বক্তা ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আব্দুর রহিমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন- জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য লিয়াকত আলী ভুইঞা, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ফখরুদ্দিন মানিক, জেলা নায়েবে আমির আবু ইউসুফ, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন, ফেনী শহর ছাত্রশিবিরের সভাপতি শরীফুল ইসলাম প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর