বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ভারতে বসে শেখ হাসিনা গভীর ষড়যন্ত্র করছে: সেলিমা রহমান

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

ভারতে বসে শেখ হাসিনা গভীর ষড়যন্ত্র করছে: সেলিমা রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধু একথা বাংলার মানুষের আজ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে৷ তার অন্যতম কারণ হচ্ছে ভারত সরকার বাংলাদেশের মানুষকে নয় তারা শেখ হাসিনাকে বন্ধু মনে করে৷ হাসিনা এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷


বিজ্ঞাপন


তিনি বলেন, কোনো ব্যক্তির স্বার্থে দেশ ধ্বংস হতে পারে না৷ যার কারণে এদেশের ছাত্রজনতা খুনি হাসিনা তার দোষরদের এ দেশ থেকে বিতাড়িত করেছে৷

তিনি আরও বলেন, হাসিনা তার অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এ দেশের হাজার হাজার মানুষ হত্যা করেছে৷

এ দেশের প্রতিটি মানুষের হত্যার বিচার বাংলার মাটিতেই হবে৷ হাসিনা তার পরিবার এবং তার দোষরদের মাধ্যমে দেশের মেহনতি মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, প্রতিটি টাকার হিসাব নেওয়া  হবে৷

IMG-20240908-WA0033


বিজ্ঞাপন


সেলিমা রহমান বলেন, বাংলার মানুষ জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। তাদের ভালো মন্দ বোঝার দায়িত্ব ভারতের নয়৷ রক্ত দিয়ে স্বাধীন দেশ পেয়েছি কারোর করুণায় নয়, কোনো প্রকার স্বৈরাচার, গণহত্যার গর্ডফাদারদের স্থান বাংলার মাটিতে হবে না৷ আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছি আমরা৷ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে আবার ফিরে আসবে ইনশাআল্লাহ৷ তাই আসুন ছাত্রজনতা এক হয়ে স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে এক হয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন

রাষ্ট্রযন্ত্রে স্বৈরাচারের দুর্বৃত্তরা ঘাপটি মেরে আছে: গোলাম পরওয়ার

চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল ছাক্তার সরকার লিটনের সভাপতিত্বে উপজেলা যুবদলের আহবায়ক মো. মোস্তফা জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা দ. জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশীদ ইয়াসিন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা৷ কুমিল্লা দ. জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুর বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম খোকন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মদ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা৷ অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়৷

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর