বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্রযন্ত্রে এখনও রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দুর্বৃত্তরা ঘাপটি মেরে আছে, রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য চেষ্টা চালাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। শহীদ আবু সাঈদসহ হাজারও শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর ওয়েস্টার্ন কুইজিন হোটেল মিলনায়তনে জামায়াতে ইসলামী মহানগর ও জেলা শাখা আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিজ্ঞাপন
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত চলছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। গত ১৬ বছরে আওয়ামী লীগ যে সব জুলুম নিপীড়ন খুন গুম করেছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালে সে সবের বিচার করা হবে।
তিনি আরও বলেন, আল্লাহর কাছে দেওয়া শপথের দাবি হচ্ছে আমরা জান ও মালের বিনিময়ে জান্নাত ক্রয় করেছি। আমাদের স্ত্রী সন্তানসহ জান ও মাল আল্লাহর কাছে উৎস্বর্গ করা, সেখানে জমা আছে। আল্লাহর দেওয়া জবানের দাবি অনুযায়ী জীবন পরিচালনা করাই আমাদের একমাত্র উদ্দেশ্য।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে শহীদ ১৬ জনের পরিবারের সদস্যদের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই দফায় ইতোপূর্বে দেওয়া অর্থসহ মোট ২ লাখ করে টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে শহীদদের বাবা,মা, স্ত্রী সন্তান এবং ভাই বোনরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস