শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ এএম

শেয়ার করুন:

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে লামিয়া (১০) নামের এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) সন্ধ্যায় উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ডোবার পানিতে ডুবে প্রাণ গেল ছোট্ট আয়েশার

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

লামিয়া ধনাকুশা গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে এবং স্থানীয় এক মাদরাসার তৃতীয় শ্রেনির শিক্ষার্থী।

আরও পড়ুন: ফেনীতে শেখ হাসিনা-কাদেরসহ ৬৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা


বিজ্ঞাপন


আরও পড়ুন: ডোবার পানিতে ডুবে প্রাণ গেল ছোট্ট আয়েশার

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার ধনাকুশা এলাকায় আপেল মিয়ার বাড়ির পাশের পুকুরে শিশু লামিয়া গোসল করতে যায়। পরে পুকুরের পানিতে ডুব দিলে সে পানির নিচে তলিয়ে যায়। তখন প্রতিবেশীরা পানি থেকে লামিয়াকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকায় ডোবার পানিতে ডুবে লামিয়া নামের ১০ বছরের এক শিশু মারা গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর