বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার 

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

নিহত মোহাম্মদ সজীব (২৬) ঢাকার পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

আরও পড়ুন: নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু 


বিজ্ঞাপন


তিনি বলেন, বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন পর্যটক সজীব। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে লাশ ভেসে এলে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর