বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সবুজের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীবরদীর লংগরপাড়া বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন এলাকাবাসী। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর ও শ্রীবরদীর সমন্বয়কারীরাসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে কলেজ শিক্ষার্থী সবুজ হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। এসময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন’- এমন বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীরা দাবি জানান।
গেল ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরের খরমপুর মহল্লার নতুন আইডিয়াল স্কুলের সামনে ঘাতকের গুলিতে নিহত হন সবুজ। এ ঘটনায় পর ১২ আগস্ট সবুজের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, শেরপুর-১ আসনের সাবেক এমপি মো. ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের সাবেক এমপি এ ডি এম শহিদুল ইসলাম, শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, জেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ অনেকেই।
শহীদ সবুজ (১৮) শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপারপাড়া এলাকার আজহার আলীর ছেলে। তিনি শ্রীবরদী সরকারি কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস