বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিমকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

রোববার (২৫ আগস্ট) দুপুরে ভেলুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ভেলুয়ার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তব্য দেন- ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুছা, যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন উজ্জ্বল, শ্রমিক দলের সভাপতি নুর ইসলাম ময়না, ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

আরও পড়ুন

‘আমরা কোনো দানব পুলিশ চাই না, জনগণের পুলিশ চাই’

বক্তারা বলেন, দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজ ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিভিন্ন সহযোগিতার কথা বলে নিরীহ মানুষের কাছে টাকা গ্রহণ করেন। গ্রাম্য বিচারে টাকার বিনিময়ে বিচারের রায় দেন। তার দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বক্তারা আরও বলেন, আব্দুল করিম স্বেচ্ছাচারিতার মাধ্যমে পরিষদ পরিচালনা করেন। তিনি তার ইচ্ছামতো বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বাতিল করে দেন। আবার টাকার বিনিময়ে এসব কার্ডসহ ভিজিএফ কার্ড বরাদ্দ দেন। চেয়ারম্যানের গুন্ডা বাহিনীর ভয়ে অনেক নিরীহ মানুষ পালিয়ে বেড়াচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার সুষ্ঠু বিচার এবং ইউপি চেয়ারম্যান ও তার সহযোগী মেম্বারদের পদত্যাগ দাবি করেন এলাকাবাসী।

মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন