সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘আমরা কোনো দানব পুলিশ চাই না, জনগণের পুলিশ চাই’

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

‘আমরা কোনো দানব পুলিশ চাই না, জনগণের পুলিশ চাই’

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, যেসব পোশাকধারীরা জনগণের পয়সায় কেনা বুলেট জনগণের বুকে মেরেছে। আমরা সেই পুলিশ চাই না। কোনো দানব বা ঘাতক পুলিশ চাই না, জনগণের পুলিশ চাই।

রোববার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদীর মাধবদী শাখা বিএনপির উদ্যোগে আটপাইকা ইউনিয়নে আয়োজিত শহিদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 


বিজ্ঞাপন


পুলিশ প্রধানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘শুধু ওসি বদল করলেই চলবে না, দারোগা বদলালেই চলবে না। যারা জনতার বুকে গুলি চালিয়েছে, যারা এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই পার পেতে দেবো না। এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হলেই কু-কর্ম ঢেকে যাবে তা হতে দেয়া যাবে না।’  

তিনি বলেন, আওয়ামী লীগ পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। আমরা ক্ষমতায় গেলে কখনোই পুলিশ বা প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করবো না। আমরা জনগণের পুলিশ চাই। জনগণের প্রশাসন চাই এবং রাষ্ট্রের জনগণের ক্ষমতায়ন চাই।    

ড. আসাদুজ্জামান রিপন আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে যারা নিহত হয়েছেন সেসব হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। দেশে সুশাসন আসবে। আওয়ামী স্বৈরচার ও তাদের পেটোয়া বাহিনীর ছোড়া গুলিতে সারা বাংলাদেশে হাজার হাজার লোক আহত হয়েছে। তাদের মধ্যে কেউ চোখ হারিয়েছে, কেউ প্যারালাইজড হয়েছে, কেউ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে, শত শত মানুষের জীবন তারা কেড়ে নিয়েছে। এসব ঘটনা ঘটিয়েছে স্বৈরাচারের পেটোয়া বাহিনী। তাদের হুকুম দাতা ও হুকুম পালনকারীসহ সবার ফাঁসি হওয়া উচিত।

এ ছাড়াও আলোচনা সভায় বক্তব্যে দেন- বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ সরকার দেশকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। 


বিজ্ঞাপন


তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারকে পতন ঘটানোর জন্য নরসিংদীতে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। যারা পুলিশের গুলি উপেক্ষা করে এবং জীবন বাজি রেখে রাজ পথে নেমে স্বৈরাচারীর পতন ঘটিয়েছে তাদের উষ্ণ অভিনন্দন জানাই। 

এদিন নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত শহিদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ ও সমবেদনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল, সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, মাদবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াস আলী ভূইয়া, নরসিংদী যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ। 

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর