শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

আবারও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

আবারও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফরিদপুরে হত্যা মামলা করা হয়েছে। এর আগেও দেশের বিভিন্ন জেলায় তার নামে হত্যা মামলা করা হয়।

শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি নিশ্চিত করেছে।   


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিলেটে শেখ হাসিনা, রেহানা ও কাদেরের বিরুদ্ধে মামলা

এর আগে ২১ আগস্ট রাতে ফরিদপুর কোতয়ালী থানায় ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত বাসচালক সামচু মোল্যার স্ত্রী মেঘলা বেগম।

মামলা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করলে ছাত্র-জনতা ফরিদপুরে বিজয় মিছিল করতে থাকে। বিকেলের দিকে সামচু মোল্যা বাড়ি থেকে বের হয়ে কোতয়ালী থানা রোড এলাকার বাদামপট্টিতে ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন। 

আরও পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু


বিজ্ঞাপন


মিছিলটি নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের ৩০০-৪০০ নেতা-কর্মী মিছিলকারীদের ওপর শটগান, বন্ধুক ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় বন্ধুকের গুলিতে মারা যান সামচু মোল্যা।

এ বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, মেঘলা বেগম একটি হত্যা মামলা করেছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর