গত এক সপ্তাহের টানা বৃষ্টি এবং ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে গোমতী নদীতে ক্রমশ পানি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে নদীটির পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। হঠাৎ করে নদীর বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করায় ওই এলাকার মানুষের জীবনে অবর্ণনীয় কষ্ট নেমে এসেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবরিয়া অংশে গোমতী নদীর বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করে।
বিজ্ঞাপন
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সাহিদা আক্তার রাত ১টা ৩০ মিনিটে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পানি প্রবেশের প্রবাহ এতো বেশি ছিল যে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর, বাকশিমাইল, ষোলনল, মোকাম, ভারেল্লা এবং বিড়িচং সদর এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। নদীর বাঁধ ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী।
বিজ্ঞাপন
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল লতিফ জানান, এরই মধ্যে পানিতে প্লাবিত হতে শুরু করেছে আশপাশের গ্রামগুলো।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে।
প্রতিনিধি/এমএইচএম