কিশোরগঞ্জের নিকলীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে দেয়াল লিখন ও গ্রাফিতি কর্ম সম্পাদিত হয়েছে।
রোববার (১৮ আগস্ট) দিনব্যাপী চলা এ শিল্পকর্মে অংশ নেয় অর্ধশতাধিক শিক্ষার্থী।
বিজ্ঞাপন
রঙ তুলিতে উজান-ভাটির সেতুবন্ধন খ্যাত নিকলীর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৮০টি দেয়াল অলংকৃত করা হয়। এর মধ্যে রয়েছে নিকলী কলেজ, অডিটোরিয়াম, গালর্স স্কুল, মোহরকোনা এডি মাদরাসা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দেয়াল।
নতুন করে স্বাধীনতা অর্জনের বিষয়টি দেওয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা এবং সংগ্রামমুখর দিনগুলো স্মৃতিময় করে রাখার এই আয়োজনে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
তারা বলেন, আন্দোলনে ভূমিকা রাখার পাশাপাশি দেশকে সুন্দর করে গড়ে তুলতেও চেষ্টা করছেন তারা। তাদের প্রত্যাশা, সকল নাগরিক একত্রে সংস্কার কাজে এগিয়ে এলে দেশ এগিয়ে যেতে বেশি সময় লাগবে না।
তারা আরও বলেন, আন্দোলনে শিক্ষার্থীরা রক্ত ঝরিয়েছে। তাদের স্মৃতি ধরে রাখতে দেয়ালে রং তুলির আচড়ে বিভিন্ন চিত্রে তা ফুটিয়ে তোলার চেষ্টা চলছে। এর মাধ্যমে ২৪ এর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করছেন তারা।
বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বলেন, গ্রাফিতিতে সংগ্রাম ও দেশপ্রেম মূর্ত হয়ে ফুটে ওঠে। দেওয়াল লিখন ও গ্রাফিতিতে অভিজ্ঞতা না থাকলেও দক্ষদের পাশাপাশি শৈল্পিক কাজে যুক্ত হন সাধারণ শিক্ষার্থীরাও। এ সময় শহীদদের রক্তের বিনিময়ে নতুন করে দেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আন্দোলনকারীরা বলেন, যুগে যুগে যে কোনো বিপ্লব ও আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হয়েছে দেয়ালচিত্র। আন্দোলন চলাকালে বিপ্লবীদের দাবি, অর্জন কিংবা হারানো বিষয়গুলো দেয়ালে সাক্ষী হয়ে ওঠে। নিকলীর বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালগুলো সেই সাক্ষ্যই দিচ্ছে।
এমএইচ/একেবি