শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ঠাকুরগাঁও বেতার কেন্দ্রে চাকরিতে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও বেতার কেন্দ্রে চাকরিতে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

চাকরিতে পদোন্নতি ও বঞ্চনাসহ বৈষম্য নিরসনের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ বেতারের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী এবং কলাকুশলীরা।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফরিদপুরে দেওয়ালে দেওয়ালে শিল্পকর্ম আঁকছে শিক্ষার্থীরা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিসিএস তথ্য সাধারণ বোতার কর্মকর্তা কল্যাণ সমিতি, বিসিএস তথ্য প্রকৌশল বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি, নিজস্ব শিল্পী এবং চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পী সংস্থা’র ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সবার দাবি নিয়ে বক্তব্য দেন - ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের উপ- বার্তা নিয়ন্ত্রক ও বার্তা প্রধান রাশেদ ফয়সল কবীর, আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান, উপ- আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, সহকারী অনুষ্ঠান পরিচালক দেওয়ান আবুল বাশার, উপ-আঞ্চলিক প্রকৌশলী রিফাত হাসান, সহকারী প্রকৌশলী কিংশুক কুমার রায়সহ অন্যান্যরা।

আরও পড়ুন: নড়াইল ও কালিয়ায় জমে উঠেছে নৌকার হাট


বিজ্ঞাপন


তখন বাংলাদেশ বেতারে কর্মকর্তাদের পদোন্নতি ও বঞ্চনার অবসান, একীভূত বিসিএস তথ্য ক্যাডার বাস্তবায়ন, বেতার হতে নিজস্ব মহাপরিচালক নিয়োগ, বেতারের নিজস্ব ও অনিয়মিত শিল্পীদের পদ স্থায়ীকরণের দাবিসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

প্রতিনিধি/ এমইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর