শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ফরিদপুরে দেওয়ালে দেওয়ালে শিল্পকর্ম আঁকছে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, ফরিদপুর 
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

ফরিদপুরে দেওয়ালে দেওয়ালে শিল্পকর্ম আঁকছে শিক্ষার্থীরা

ফরিদপুর শহরের বিভিন্ন সড়কসহ দেওয়ালে দেওয়ালে শিল্পকর্ম আঁকছে শিক্ষার্থীরা। এছাড় তারা ট্রাফিক নিয়ন্ত্রণ, বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি দেওয়াল লিখন ও মোছার কার্যক্রম চালাচ্ছে।

শনিবার (১০ আগস্ট) শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি লিখন ও মোছার কার্যক্রম চালায় শিক্ষার্থীরা।  


বিজ্ঞাপন


আরও পড়ুন: মাদারীপুরে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা 

তারা শহরের দেওয়ালে নতুন করে আঁকছে বিভিন্ন শিল্পকর্ম। সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছে তারা।

শিক্ষার্থীরা জানায়, দেওয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বিরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাবো।

আরও পড়ুন: বেতাগী উপজেলায় ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারা


বিজ্ঞাপন


এসব চিত্রাঙ্কনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন বাণী লিখতে দেখা যায় শিক্ষার্থীদের। চিত্রাঙ্কনে অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা।

এ বিষয়ে শিক্ষার্থী জেবা তাসিন জানায়, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে স্বেচ্ছায় এই দেওয়াল লিখনে অংশগ্রহণ করছে। এটির মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি করতে চাই।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর