শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

পদত্যাগ করলেন চুয়েট ভিসি  

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চুয়েট
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪, ১০:০০ এএম

শেয়ার করুন:

পদত্যাগ করলেন চুয়েট ভিসি  

পদত্যাগ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) উপাচার্য রফিকুল ইসলাম। 

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের রেজিস্ট্রার শেখ মুহাম্মদ হুমায়ুন কবির। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি,ট্রেজারার ও রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা

এর আগে মঙ্গলবার উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ চেয়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলামের কাছে তিন দফা দাবি লিখিতভাবে পেশ করেন তারা।

পদত্যাগের বিষয়ে রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর উপাচার্য পদত্যাগের আবেদন করেছেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি।

আরও পড়ুন: ববি শিক্ষক ও ৬ ছাত্রলীগ নেতা-কর্মীর গ্রেফতার চায় শিক্ষার্থীরা


বিজ্ঞাপন


মোহাম্মদ রফিকুল আলম ২০২০ সালের ২৬ আগস্ট দ্বিতীয় মেয়াদে চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পান। এ মাসের ২৫ আগস্ট তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। 

প্রতিনিধি/ এমইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর