শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে 

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৪, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

কামড়ানোর রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে 

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) কামড়ে আক্রান্ত হয়েছে রেনু বেগম (৫৫) নামের এক নারী। এরপর ওই সাপটি নিয়ে হাসপাতালে আসেন স্বজনরা। 

বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলার হাসাইল ইউনিয়নের আটিগাঁও গ্রামে সাপ রেনুকে দংশন করে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নরসিংদী কারাগার থেকে পালানো আসামি বগুড়ায় গ্রেফতার

রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) কামড়ে আক্রান্ত ওই নারী আটিগাঁও গ্রামের রহমান মোল্লার স্ত্রী।  

রোগীর স্বজনরা জানান, পদ্মানদীর চরে পাট নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ সময় তার পাশে থাকা লোকজন দৌড়ে এসে সাপটি মেরে ফেলে। পরে মৃত সাপ নিয়ে স্বজনরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মানিকগঞ্জে পিকনিকের নৌকা ডুবে নিহত ১ 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রন্ত সরদার বলেন, ‘সাপে কাটা রোগীকে অ্যান্টিভেনম দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রোগীর অবস্থা ভালো। সাপে কামড়ের পর তারা সাপটিকে মেরে পলিথিনে ভরে হাসপাতালে নিয়ে এসেছে।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর