শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বেতাগী উপজেলায় ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারা

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

বেতাগী উপজেলায় ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারা

বরগুনার বেতাগী উপজেলায় ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা দেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ। গত পাঁচ দিন ধরে এ অবস্থা চলছে।

শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বেতাগী হাসপাতাল এলাকায় বিষখালী নদীতে ট্রলারযোগে ১৫-২০ জনের একটি যুবকের দল দেখতে পায় জনসাধারণ। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বরিশালে ১০ মামলার আসামি গ্রেফতার

লোকজনের উপস্থিতি টের পেয়ে ট্রলার নোঙর না করে নদীর গভীরে চলে যায় তারা। এরপর থেকে বেতাগী পৌর শহর, ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার এবং গ্রামগুলোতে পাহারা দিচ্ছে জনসাধারণ।

পৌর শহরে পাহারারত বিধান ধনকী বলেন, ‘আমরা গত কয়েক দিন ২০-২৫ জনের একটি দল রাত জেগে পাহারায় রয়েছি। শনিবার দিবাগত রাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়লে আমাদের সঙ্গে ৫০-৬০ জনের বেশি মানুষ যুক্ত হয়।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০  


বিজ্ঞাপন


পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ঢালী গ্রামে পাহারারত মিঠু গাইন বলেন, ‘গ্রামের অর্ধশত মানুষ দা, বটি, রামদা, বাঁশের লাঠি, টেঁটাসহ নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে রাতভর পাহারায় নিয়োজিত রয়েছি।’

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের বিশেষ দল, আনসার সদস্য ও নৌ বাহিনীর বিশেষ দল টহল দিচ্ছে।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর