মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দির গোয়ালগাঁও এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের কয়েক দফা সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ জুন) সন্ধ্যায় এ সংঘাত বাঁধে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষ সংঘাতে জড়ালে তিনজন গুলিবিদ্ধ হয়। এছাড়া ১০ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ঈদগাহ মাঠের হিসাবকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার আনারপুরা এলাকার সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম গ্রুপের সঙ্গে সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহ গ্রুপের লোকজন উপস্থিত হন। সমাবেশ চলাকালে আমিরুল ইসলামের পক্ষের নেতা মাজহারুল হক তপনের নাম ব্যানারে না থাকা নিয়ে দুই গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এ ঘটনার সূত্র ধরে আজকের সংঘাতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত-১২
বিজ্ঞাপন
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, হঠাৎ করেই আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘাত শুরু হয়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোনো পক্ষ এখনও লিখিত অভিযোগ করেনি। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকায় নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ