শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ময়মনসিংহে থানার কার্যক্রম শুরু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে থানার কার্যক্রম শুরু

ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ৩৬ থানার মধ্যে ৩৪টিতে কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার (১০ আগস্ট) দুপুর থেকে এ কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পেটোয়া বাহিনী হিসেবে কাজ করতে চাই না: সাতক্ষীরা পুলিশ  

তিনি জানান, থানার কার্যক্রম ইতোমধ্যে স্বাভাবিকভাবে শুরু হয়েছে। খুব দ্রুত বাকি দু’টি থানার কার্যক্রমও শুরু হবে।

শহরের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, সেবা প্রার্থীদের জিডি ও অভিযোগ যথারীতি গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাদারীপুরের সব থানায় ফিরেছে পুলিশ


বিজ্ঞাপন


এ দিন দুপুরে কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহে দায়িত্বপ্রাপ্ত কর্নেল মাহমুদ হাসান ও পুলিশ সুপার (এসপি) মাছুম আহম্মেদ ভূঞা প্রমুখ।

এ সময় কর্নেল মাহমুদ হাসান বলেন, পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে। তাই পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে এবং জনগণের জান-মাল রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর