শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

পেটোয়া বাহিনী হিসেবে কাজ করতে চাই না: সাতক্ষীরা পুলিশ  

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা 
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

পেটোয়া বাহিনী হিসেবে কাজ করতে চাই না: সাতক্ষীরা পুলিশ  

সাতক্ষীরা পুলিশ লাইন্সে সমন্বয় কমিটির দেওয়া ১১ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পুলিশ সদস্যরা। তারা বলেছেন, পেটোয়া বাহিনী হিসেবে কাজ করতে চাই না। তবে কবে নাগাদ তারা কাজে যোগ দেবেন সে বিষয়টি এখনও ‘অজানা’।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মাদারীপুরের সব থানায় ফিরেছে পুলিশ

বিক্ষোভ ও কর্মবিরতির এই কর্মসূচিতে উপস্থিত পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন অন্যায়ের কথা তুলে ধরে তাদের শাস্তি দাবি করেন। একইসঙ্গে পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে বলেন, আমরা কারও শত্রু বা প্রতিপক্ষ না। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করি। 

পুলিশ সদস্যরা বলেন, আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লাঞ্ছিত হই। আমরা জনতার পুলিশ হতে চাই। আমরা কোনো রাজনৈতিক নেতা বা দলের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করতে চাই না। আপনারা যারা পুলিশের বিভিন্ন স্থাপনায় বা পুলিশের ওপর আক্রমণ করছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এভাবে আর আক্রমণ করবেন না। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রতিপক্ষের গাছপালা কেটে সম্পত্তি দখলের অভিযোগ


বিজ্ঞাপন


তারা বলেন, আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আমরা রাস্তায় বের হতে পারি না। আমাদের সহকর্মীদের বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে। হত্যা করে তাদের লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে দিন পার করছি।

এ সময় পুলিশ সদস্যরা আরও জানান, আমরা কারও শত্রু বা প্রতিপক্ষ না। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করি। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর