শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

নাটোরে ‘আনন্দ সিনেপ্লেক্স’ ভাংচুর ও লুটপাট

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৪, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

নাটোরে ‘আনন্দ সিনেপ্লেক্স’ ভাংচুর ও লুটপাট

নাটোরের গুরুদাসপুরে জেলার একমাত্র সিনেমা হল ‘আনন্দ সিনেপ্লেক্স' ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় সিনেমা হলের ভিতরে থাকা দু’টি সার্ভার, দু’টি প্রজেক্টর, ফ্যান, সাউন্ড সিস্টেমসহ আসবাবপত্র লুটপাট করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুরুদাসপুর চাঁচকৈড় বাজারে 'আনন্দ সিনেপ্লেক্স’ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের ৭০ নেতাকর্মীর নামে মামলা

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনন্দ সিনেপ্লেক্সের পাশে কয়েকজনকে ঘুরতে দেখা যায়। একটু অন্ধকার হলেই দেশীয় অস্ত্র নিয়ে গেটের তালা ভেঙে সিনেমা হলের ভিতরে প্রবেশ করে তারা।

তারপর প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে ভাংচুর ও লুটপাট। এ সময় তারা দু’টি সার্ভার, দু’টি প্রজেক্টর, ফ্যান, সাউন্ড সিস্টেমসহ আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

আরও পড়ুন: ঝালকাঠিতে যুবকের গোপনাঙ্গ কেটে দিল দুর্বৃত্তরা


বিজ্ঞাপন


আনন্দ সিনেপ্লেক্সের মালিক মো. আনিসুর রহমান বলেন, আমি তো কোনো রাজনীতি করি না। তবে কেন আমার আনন্দ সিনেপ্লেক্সে হামলা চালানো হলো। ভেতরের সবকিছু ভেঙে লুটপাট করা হয়েছে। 

প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর