বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় গণমিছিলে শিক্ষার্থীদের ঢল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৪, ১১:১৪ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় গণমিছিলে শিক্ষার্থীদের ঢল

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর নগরীর ঝাউতলা ছাতা মসজিদ থেকে গণমিছিলটি শুরু হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বেরোবি প্রশাসন

পরে তা পুলিশ লাইনস রেসকোর্স হয়ে নগরীর শাসনগাছা এলাকা হয়ে আবার রেসকোর্স এলাকায় আসে। এ সময় শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেন। 

মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আবু সাইদের রক্ত বৃথা যেতে পারে না’, ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’।

আরও পড়ুন: গণগ্রেফতার ইস্যুতে হাবিপ্রবি সাদা দলের উদ্বেগ


বিজ্ঞাপন


আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মো. মাসুম বলেন, তারা আগে থেকে কর্মসূচি দিয়ে গণমিছিলে অংশগ্রহণ করেছেন। এই গণমিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস জানান, শিক্ষার্থীরা গণমিছিল করেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মিছিল করেছে। তবে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর