ঝালকাঠিতে জনপ্রিয় সংগীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রাঙ্গামাটিতে ‘আঁরা চাঁটগাইয়া’র সংস্কৃতি উৎসব
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়া হোসেন খানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন - প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সহ-সভাপতি আল-আমিন তালুকদার, আইনজীবী নাসির উদ্দিন কবির, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব মঈন তালুকদার ও কবিতা চক্রের সাধারণ সম্পাদক আল-আমিন বাকলাইসহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে সংগীত শিল্পী জুয়েলের শৈশবকালের স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, সংগীত শিল্পী জুয়েল তার বাবার চাকরির সুবাদে ঝালকাঠির নলছিটি উপজেলায় তার স্কুলজীবন কাটিয়েছেন। সে সময় থেকেই তিনি গানের চর্চা করতেন।
বিজ্ঞাপন
হাসান আবিদুর রেজা জুয়েল গত ৩০ জুলাই লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তার অকাল মৃত্যুতে ঝালকাঠির সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
প্রতিনিধি/ এমইউ