সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৪, ০৭:৫৩ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

শুক্রবার (২ আগস্ট) বেলা দুইটার দিকে শহরের মুক্তির মোড়ে জেলা মডেল মসজিদ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।


বিজ্ঞাপন


এসময় নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

অপরদিকে শহরের মুক্তির মোড় নওগাঁ জেলা মডেল মসজিদে জুমার নামাজের পর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের জন্য অভিভাবক ও শিক্ষার্থীরা মিছিল বের করার চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধায় মসজিদ চত্বরের বাহিরে মিছিলটি বের হতে পারেনি। তবে মসজিদ চত্বরেই শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া স্লোগান, নিহতের বিচার দাবীতে’ প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। পরে পুলিশের পক্ষ থেকে তাদের বুঝিয়ে শান্ত করা হয়।
 
এসময় পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীরাও উপস্থিত ছিলেন। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নওগাঁয় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। দুপুর ১২টার পর থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মাড়ে টহল দিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এছাড়া গুরুত্বপূর্ন স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর