রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক র‌্যালি 

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক র‌্যালি 

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  

শনিবার (২৭ জুলাই) দুপুরের দিকে এ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কসবায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে র‌্যালিটি শহরের গানাসাস মার্কেটের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়।  

এ সময় বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন - বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ। 

আরও পড়ুন: কেপিএমের পরিত্যক্ত ভবনে লাশ


বিজ্ঞাপন


বক্তারা অবিলম্বে সব হত্যাকাণ্ডের বিচার, কারফিউ তুলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, ইন্টারনেট সেবা চালু ও শিক্ষার্থীদের আট দফা মেনে নেওয়ার দাবি জানান। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর