শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বরিশালে পুলিশি বাধায় শোক মিছিল পণ্ড

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

বরিশালে পুলিশি বাধায় শোক মিছিল পণ্ড

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে হওয়া বাম জোটের শোক মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। 

শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাম গণতান্ত্রিক জোটের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বগুড়ায় আ.লীগ কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়েছিল।

কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা সমবেত হয়ে মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয় সরকারের পদত্যাগ এবং হত্যার বিচারের দাবি করে। একপর্যায়ে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

আরও পড়ুন: পুলিশ সদস্যকে কামড় দেওয়ায় নারী ভাইস চেয়ারম্যান গ্রেফতার


বিজ্ঞাপন


সমাবেশে বক্তৃতা দেন - বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক অধ্যাপক শাহ আজিজ খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী ও বাংলাদেশ জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মীরন প্রমুখ।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, কারফিউ আইন তাদের সামনে তুলে ধরলে - তারা আইন মেনে চলে যান। এ সময়ে জনসমাগম, মিছিল ও মিটিং আইন অনুযায়ী নিষিদ্ধ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর