দেশে চলমান পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহনসহ বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
জয়পুরহাটে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন - অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, জয়পুরহাট পৌর সভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হাকিম মন্ডল প্রমুখ।
আরও পড়ুন: আখাউড়া স্থলবন্দরে স্থবিরতা, রফতানি আয়ে ভাটা
সভায় ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও পরিবহনসহ বাজার স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতি দেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ