চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ (১২) ও সদর উপজেলার ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে রাজন (১৬)। এছাড়াও সদর হাসপাতালে কনিকা (১৭) ও ইভা (২১) নামের আরও দুজন সাপের কামড়ে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
স্থানীয় ও স্বজনরা জানায়, দেবাশিষ ও রাজনকে সাপে কামড়ালে বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তারা মারা যান। এছাড়া সদর উপজেলার পীতম্বরপুর গ্রামের হাসান আলীর মেয়ে কনিকা ও ইভা (২১) নামের আরও এক নারী সাপের কামড়ে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, সাপে কামড়ানো রোগী হাসপাতালে আসার পরপরই ভ্যাকসিন দেওয়া হয়। তবে হাসপাতালে আনতে দেরি হলে মৃত্যুর শঙ্কা থেকেই যায়। তাই দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বলা হচ্ছে।
প্রতিনিধি/এসএস

