সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নরসিংদীর কারাগার থেকে পালানো আসামি ভৈরবে গ্রেফতার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ১১:২৪ এএম

শেয়ার করুন:

নরসিংদীর কারাগার থেকে পালানো আসামি ভৈরবে গ্রেফতার

নরসিংদীর কারাগার থেকে পালিয়ে যাওয়া মানিক মিয়া (৫২) নামের ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মানিক মিয়া নরসিংদীর রায়পুরায় জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই নরসিংদীর কারাগারে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় জেল খানা ভেঙে ৯ জঙ্গিসহ ৮২৬ জন কয়েদি জেল খানা থেকে পালিয়ে যান। তাদের মধ্যে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মানিক মিয়া পালিয়ে ভৈরবের শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এসে তার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। বুধবার রাতে গোপন সংবাদমাধ্যমে খবর পেয়ে ভৈরব থানার পুলিশ শ্রীনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর আসে নরসিংদীর কারাগার থেকে পালিয়ে আসা ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি ভৈরবের শ্রীনগর গ্রামে অবস্থান করছে। এমন খবরে সঙ্গে সঙ্গে একটি টিম শ্রীনগরে পাঠিয়ে তার আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে নরসিংদী পুলিশের হাতে সোপর্দ করা হবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর