শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

গাইবান্ধায় ৩০০ জনকে আসামি করে পুলিশের মামলা, গ্রেফতার ১৪ 

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ৩০০ জনকে আসামি করে পুলিশের মামলা, গ্রেফতার ১৪ 

গাইবান্ধায় কোটা সংস্কার আন্দোলন থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করেছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।  


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে সহিংসতায় ৩০ শিক্ষার্থী আহত

এর আগে বুধবার (১৭ জুলাই) রাতে গাইবান্ধার সদর থানায় পুলিশ বাদী হয়ে ‘পুলিশের ওপর আক্রমণে’র অভিযোগে এই মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: শিক্ষার্থী হত্যার বিচার চাইলো ইসলামী আন্দোলন 

ওসি মাসুদ রানা বলেন, বুধবার কোটা সংস্কার আন্দোলনের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলার পর ওই রাতেই ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি-জামাতের নেতা-কর্মীরাও রয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর