শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ঢাকা

শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবি উপাচার্যের শোক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রংপুর
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১০:১৯ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবি উপাচার্যের শোক

কোটা সংস্কারে চলমান শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। 

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কোটা ইস্যু: লক্ষ্মীপুরে মিটিং-মিছিলে নেই আ. লীগের শীর্ষ কেউ!

বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, সম্ভাবনাময় ও উদীয়মান এমন এক তরুণের নিহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন: কুষ্টিয়ায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, আবু সাঈদের মৃত্যুতে তার পরিবারের যে অপুরণীয় ক্ষতি হয়েছে, তা আর কোনো দিন পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব তার পরিবারের পাশে থাকবো।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর