শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়ি-ঘর ভাঙচুর

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ৩১ মে ২০২৪, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়ি-ঘর ভাংচুর

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩০ মে) গভীর রাতে উপজেলার ব্রাহীমপুর গ্রামে শমসের হোসেনের বাড়িতে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাবেক এমপিকে এজেন্ট বানিয়েও জামানত রক্ষা হলো না সেই প্রার্থীর

এ সময় তার বাড়ির দু’টি বসতঘর ও রান্নাঘর ভাঙচুর এবং তাতে অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়রা জানান, গত ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বিজয়ী হওয়ার পর পরাজিত প্রার্থী শামিম হোসেন মোল্লার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালানো হয়। এরই জের ধরে গতকাল গভীর রাতে মন্নুর সমর্থক শাকিল, চুন্নুসহ কয়েকজন শামিম হোসেনের সমর্থক দিনমজুর শমসেরের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। 

আরও পড়ুন: উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা


বিজ্ঞাপন


ঝিনাইদহ শৈলকূপা ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা শুনেছি। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে - তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর