লক্ষ্মীপুরে নেচে-গেয়ে এবং ঢোল-করতাল বাদ্যের তালে-তালে উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত ঐতিহ্যবাহী এ উৎসবে অংশগ্রহণ করছেন।
সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের দক্ষিণ কালি মন্দির থেকে উল্টো রথযাত্রার র্যালি বের হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাইবান্ধায় দুস্থদের জন্য ৯৯ গরু কোরবানি
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দিরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
রথযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন: লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদুল আজহা উদযাপন
বিজ্ঞাপন
যাত্রাপথে ভক্তরা চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন। এ সময় রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
রথযাত্রার নিরাপত্তায় পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের দু’পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রতিনিধি/ এমইউ