গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার নদী-ভাঙা ও দুস্থ মানুষদের জন্য ৯৯টি গরু কোরবানি করা হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন এই মানবিক কার্যক্রম পরিচালনা করে।
মঙ্গলবার (১৮ জুন) সাঘাটা উপজেলার হাট ভরতখালীর নূতন কুঁড়ি বিদ্যাপীঠ মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত দুই উপজেলার প্রায় সাড়ে তিন হাজার পরিবারের মাঝে দুই কেজি করে গরুর গোশত বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদুল আজহা উদযাপন
এ কার্যক্রমের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন - ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি জাকির হোসেন, এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক খন্দকার জাহিদ সরওয়ারসহ আরও অনেকে।
আরও পড়ুন: চাঁদপুরের ৫০ গ্রামে ঈদুল আজহা উদযাপন
এই আয়োজকরা জানান, প্রায় ২০ বছর ধরে এসকেএস ফাউন্ডেশন ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় কোরবানির গোশত বিতরণ কর্মসূচি চলছে। এবারও এলাকার অসহায়দের মাঝে দুই কেজি করে গোশত বিতরণ করা হয়েছে। এই মানবিক কর্মসূচি ভবিষ্যতেও চলবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ