মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

পিকআপ চাপায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

loading/img

কিশোরগঞ্জের হোসেনপুরে পিকআপ ভ্যানচাপায় সুফিয়া (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) সকালে কিশোরগঞ্জ-ভালুকা সড়কে উপজেলার পূর্ব দ্বীপেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে সাথী (১৩)।

নিহত সুফিয়া উপজেলার জামাইল গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

আরও পড়ুন

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েকে নিয়ে দিন রাত উপজেলার বিভিন্ন সড়কে হাঁটাহাঁটি করাই ছিল মানসিক ভারসাম্যহীন সুফিয়ার নেশা। প্রতিদিনের মতো এদিন সকালে মেয়েকে নিয়ে হাঁটতে বের হয়ে উপজেলার পূর্বদ্বীপেশ্বর এলাকার কিশোরগঞ্জ-ভালুকা সড়ক পার হতে গেলে কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে মা-মেয়ে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন৷


বিজ্ঞাপন


উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো ওই নারীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন