মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

শনিবার (১৩ জুলাই) ভোরে উপজেলার খাঁড়ইল মোড় এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতের নাম মারুফ হোসেন (২৬)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চাপড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মারুফ হোসেন তার শাশুড়িকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোটরসাইকেলে করে নিয়ামতপুরে ফিরছিলেন। পথিমধ্যে খাঁড়ইল এলাকা পৌঁছালে নওগাঁর দিক থেকে আসা রাজশাহীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। 

পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর