রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় যমুনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় যমুনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলায় যমুনা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর কালাইহাটা গ্রাম সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।


বিজ্ঞাপন


সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা জানান, রোববার সকালে স্থানীয়রা নদীতে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহটি উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

পাহাড়ি ঢলে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার

ওসি বলেন- ধারণা করা হচ্ছে, মরদেহটি বন্যার পানিতে উজান থেকে ভেসে এসেছে। সম্ভবত এক সপ্তাহ আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় নিশ্চিত করতে তৎপরতা চালানো হচ্ছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর