রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোমর পানিতে নেমে ত্রাণ পোঁছালেন স্বেচ্ছাসেবকরা 

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

কোমর পানিতে নেমে ত্রাণ পোঁছালেন স্বেচ্ছাসেবকরা 

গাইবান্ধার চলমান বন্যায় খাদ্য সংকটে ভুগছেন দুর্গত মানুষেরা। আর এসব অসহায় পরিবারের হাতে ত্রাণ সমগ্রী পৌঁছে দিলেন স্বেচ্ছাসেবক কর্মীরা।  

রোববার (১৪ জুলাই) গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া, কামারজানী ও পচারকুড়া এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাইবান্ধায় বন্যা মোকাবিলায় প্রশাসনের নানা উদ্যোগ 

স্থানীয় সংযোগ সংগঠনের সহযোগিতা ও বিএডিআরসি সংগঠনের অর্থায়নে ত্রাণ বিতরণ করেন সংযোগ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।  

এ সময় সংগঠনের কর্মীরা বন্যাকবলিতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এতে ছিল - চাল, ডাল, তেল ও চিড়া। এসব ত্রাণ সামগ্রী পেয়ে বন্যা দুর্গত মানুষের মুখে হাসি ফুটে ওঠে।

আরও পড়ুন: সেন্টমার্টিনে আবারও খাদ্য সংকট 


বিজ্ঞাপন


উত্তর ঘাগোয়া গ্রামের বাসিন্দারা বলেন, কয়েক দিন থেকে ঘরে পানিবন্দী হয়ে আছি। কর্মহীন হয়ে বসে থাকার সময় আজ সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পেলাম। এখন কয়েক দিন ডাল-ভাত খেতে পারবো।   

আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক কমিটির দলনেতা রিপন মিয়া বলেন, 'সংযোগ' সংগঠনের সহযোগিতায় ধারাবাহিকভাবে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। কয়েক দফায় পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর